মোঃ বাদল মিয়া, বেলাবো ( নরসিংদী) প্রতিনিধি :- নরসিংদীর বেলাবোতে জুলাই-২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মোঃ রাসেল মিয়া ও শহীদ কামাল হোসেনের কবর জেয়ারত করেছেন বেলাবো উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার দুলাল কান্দী শহীদের নিজ গ্রামে কবর জেয়ারত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার,বেলাবো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন,শহীদ রাসেলের পিতা হাসান আলী, শহীদ কামালের স্ত্রী ফাতেমা বেগম
জুলাই আন্দোলনে আহত সোয়ব কবির, জুলাইযোদ্ধা সাঈদী হাসান নওফেল
সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা পুলিশের গুলিতে উপজেলার দুলাল কান্দি এলাকার রাসেল মিয়া ও বিন্নাবাইদ এলাকার কামাল হোসেন মৃত্যু বরণ করেন।
পরবর্তীতে শহীদ পরিবারের মাঝে খাদ্য ও ফলের ঝুড়ি বিতরণ করা হয়।

Reporter Name 















