মোঃ বাদল মিয়া,বেলাব প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নরসিংদী বেলাবতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এ সময় জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ পাঠে অংশগ্রহণ করেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জহিরুল ইসলাম, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু,সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর, মহিলা বিষয় কর্মকর্তা জেরিন সুলতানা,কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক,
জুলাই আন্দোলনে অংশগ্রহনকারি ও সমন্বয়ক সাইদি হাসান নওফেলসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Reporter Name 















