
নওগাঁ প্রতিনিধি (আল আমিন) : নওগাঁর মান্দা উপজেলার ৮নং কুসুম্বা ইউনিয়নের গাইহানা উত্তর পাড়ায় প্রকাশ্যে অনুমোদনহীনভাবে পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই দিনে ও ভোর রাত পর্যন্ত এই অবৈধ কর্মকাণ্ড চালানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সরকারি প্রশাসনের অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই মাটি কাটার কাজে ব্যবহার করা হচ্ছে মাইনুরের মালিকানাধীন একটি ভেকু ও সাংবাদিক সাজ্জাদুল তুহিনের ট্রাক্টর। ভারী যন্ত্রপাতির অবাধ ব্যবহারে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও পরিবেশ রাস্তার মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, পুকুর খননের ফলে আশপাশের জমির উর্বরতা নষ্ট হচ্ছে, চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ভাঙনের আশঙ্কা বেড়েছে। তারা আরও জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের হস্তক্ষেপ থাকায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। প্রশাসনের নীরব ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন- পুকুর খনন বিষয়ে আমার জানা নাই, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ পুকুর খনন বন্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

Reporter Name 








