
তানভীর আহমেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নরসিংদী জেলা ছাত্রদল আয়োজনে প্রস্তুতি সভা ও জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত।
(২২শে ডিসেম্বর) সোমবার বিকালে নরসিংদী জেলা ছাত্রদলের কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতি সভায় মনোহরদী উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মো: ওমর ফারুক প্রধান এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার ছাত্রদল নেতা শাহীন ফরাজি, শান্ত চৌধুরী লিখন, শামিম, পারভেজ, মিজানুর রহমান, রিফাত, মোক্তার, রোমান সহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে জেলা ছাত্রদলের নেতৃত্বে জেলা শহরে বিভিন্ন রাস্তায় এক আনন্দ মিছিল বের হয়।

Reporter Name 








