তানভীর আহমেদ : মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন,খেলাধুলায় গড়বে দেশ,মাদক করবে শেষ, এই প্রতিপাদকের সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল ফুটবল ফাইনাল খেলা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
(২৪ অক্টোবর) শুক্রবার বিকালে বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব আচমিতা কটিয়াদী কিশোরগঞ্জ একাদশকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারিয়ে পাটুলী কিংস ফুটবল একাদশ জয় লাভ করে।
খেলায় উভয় দল ১টি করে গোল করায় খেলাটি অমীমাংসিত থাকে। অবশেষে টাইব্রেকারে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।
বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন গুশান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান ও ছাত্রদল নেতা মোস্তাকিম মিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র আহ্বায়ক মোঃ আহসান হাবীব বিপ্লব বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন ভিপি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর বিএনপির আহ্বায়ক এড্যা. আঃ হান্নন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল ফজল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মনিরুজ্জামান ছোটন, অধ্যক্ষ হ্যারেম উল্লাহ আহসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ছাত্রদল নেতা রাকিব হাসান সহ আরো অনেকে।

Reporter Name 








