তানভীর আহমেদ : নরসিংদীর মনোহরদীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে আগস্ট) বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষ্ণপুর ইউনিয়ন মহিলাদল সভাপতি শাহিনা নাসরিন এর সভাপতিত্বে ও ইউনিয়ন মহিলাদল সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগমের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) ও সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শুকুর আলী বিএসসি, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন গোলাপ, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হিমেল, মনোহরদী উপজেলা মহিলাদল সভাপতি মাসুদা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা হিমু, কৃষ্ণপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই মহিলা সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনব। শিক্ষিত নারীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ সরকারি-বেসরকারি খাতে চাকরির ব্যবস্থা করা হবে। যারা অল্প শিক্ষিত, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
পাশাপাশি স্থানীয়ভাবে নতুন নতুন কারখানা স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ।যারা ঘর থেকে বের হতে পারেন না তাদের জন্য শিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করার ব্যবস্থা করুন যাবি দেশে রপ্তানি হবে পরিশেষে তিনি বলেন আমার আজকের এই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে আমি এমপি পদ থেকে পদত্যাগ করব।”
প্রধান অতিথির বক্তব্যের পর সভানেত্রীর সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মী সমাবেশের কার্যক্রম শেষ হয়।

Reporter Name 









