নুরুন্নবী ভূঁইয়া,কুরিয়ারের (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ গণফোরাম এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজ সকালে দক্ষিণ আব্দুল্লাহপুর ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় কুলিয়ারচর উপজেলার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল ছাত্তারের সভাপতিত্বে ও কুলিয়ারচর উপজেলা গণফোরামের সাধারন সম্পাদক দুলাল চন্দ্র চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মজনু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হাকিম,কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী সবুজ,সদস্য মোঃ হুমায়ুন কবির,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রামদী আঞ্চলিক শাখার শাখার সাধারন সম্পাদক ডা. হাবিল বাঙ্গালী,ডুমরাকান্দা শাখার ইকবাল খান,বাজরা শাখার হারিস মেম্বার,ম্রমিক নেতা কমরেড সামসুদ্দিন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, গণফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বে গনতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন কর্তৃক গৃহীত সকল কর্মসূচি পালন করার আহবান জানান এবং কুলিয়ারচর উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Reporter Name 









