তানভীর আহমেদ : জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) এর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী-২ (পলাশ) আসনের এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা মুহা. আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ মকবুল হোসাইন, বাইতুলমাল সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ খান।
আরও বক্তব্য রাখেন মনোহরদী দক্ষিণ থানা আমীর মাওলানা মোঃ ছানাউল্লাহ, উত্তর থানা আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন বেলাবো থানা আমীর জহিরুল ইসলাম প্রমুখ।

Reporter Name 









