মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি : পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)–এর আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিস, নরসিংদীর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.এস.এম. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জক সূত্রধরের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুহিবুর রহমান সিদ্দিকী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলেখা শারমিন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান সরকারের শিক্ষাবান্ধব নীতিমালার ফলেই শিক্ষার মানোন্নয়ন দৃশ্যমান হয়েছে। তারা বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে, যা ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে যারা উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন—তাদের মধ্য থেকে মোট ২৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকরাও, যারা তাদের সন্তানের এই অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত কয়েকটি বিদ্যালয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার বাইরে গিয়ে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও স্বপ্নের কথা তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করে।
এ ছাড়াও অনুষ্ঠানে আগামী শিক্ষাবর্ষে কীভাবে আরও কার্যকরভাবে শিক্ষার পরিবেশ উন্নত করা যায়, সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

Reporter Name 









