মোঃ বাদল মিয়া, বেলাব( নরসিংদী) প্রতিনিধি : ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান ট্রাজেডিতে শহীদ শিক্ষার্থী শিক্ষক অভিভাবক স্মরণে শোক র্যালির আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা।
২৭ জুলাই (রবিবার) বিকালে উপজেলার এএনএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারৈচা রায়পুরা সড়কে এ শোক র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত শোক র্যালিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন এধরণের অনাকাঙ্খিত ঘটনা যেনো আর কোথায় না ঘটে। আজ কঠিন শোকে বিহবল গোটা জাতি। কে কাকে দুষবে। এ শোক ভোলার নয়। দুগ্ধ অর্ধশতাধিক শিশু শহীদ ৩২ জন। আ কি করুন দৃশ্যপট দেখলো বাংলাদেশ। পুরোনো বিমান, অপরিকল্পিত উডডন সব মিলিয়ে ঝুকি নিয়েই চলছি ওই বিমনিটি। তাহলে দোষ রাস্ট্রযন্ত্র তথা সরকারের উপরই বর্তায়। তারা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। আর এ ধরনের ভায়াবহ ঘটনার যেনো পুর্ণরাবৃতি না ঘটে এটাই জাতির কাম্য। সবার বিদেহী আত্মার শান্তি কামনাসহ চিকিৎসাধীন থাকা সবার আশু সুস্থ্যতা কামনা করা হয়।

Reporter Name 









