নোওফেল বাজিতপুর প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির অধীনস্থ ৭নং ওয়ার্ড বিএনপির নতুন অফিসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের উদ্বোধন করেন পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মাহমুদ আলম লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ মজিবুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আমিনূল ইসলাম আশফাক, বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম-আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মনির, এবং পিরিজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম ফখরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ এরশাদ মিয়া।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Reporter Name 












