মোঃ বাদল মিয়া, বেলাব( নরসিংদী) প্রতিনিধি :- ২০২৫ সালের এসএসসির ফলাফলে নরসিংদীর বেলাব উপজেলায় ৯ম বারের মত ১ম হয়েছে বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়।
বৃহস্পতিবার (১০ জুলাই ) প্রকাশিত ফলাফলে ৪১টি জিপিএসহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৬ জুলাই (বুধবার) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে আনন্দ র্যালি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক/ শিক্ষকাসহ বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১১৭ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৪১ টি এপ্লাসসহ শতভাগ পাস করেছে।
এ নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় ৯ম বারের মত প্রথম স্থান এবং ৫ম বারের মতো নরসিংদী জেলায় ২য় স্থান অধিকার করেছে।
প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে। জিপিএ ৫ প্রাপ্ত এবং সকল কৃতকার্য শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Reporter Name 









