ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে মনোহরদীতে বিক্ষোভ  মনোহরদীতে ইউনিয়ন বিএনপির জনসভা ও অফিস উদ্বোধন মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মনোহরদীতে ছাত্রদলের কলেজ ও মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মনোহরদীতে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মনোহরদীতে দূর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ মনোহরদী পিএফজি এবং ওয়াইপিএজি’র উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মনোহরদীতে ইউনিয়ন যুবদলের সভাপতি কে নিয়ে ষড়যন্ত্র, প্রতিবাদে প্রতিবাদ সভা

পাকুন্দিয়ায় বিএনপির কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি :- বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ ওঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. খাইরুল ইসলাম বকুলের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সদ্য ঘোষিত এ আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ৭জুলাই উপজেলা বিএনপির আহবায়ক এড.মো. জালাল উদ্দীনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৩টি ওয়ার্ডের পদবঞ্চিত নেতা-কর্মীরা।

অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। একটি ওয়ার্ড কমিটি স্থগিত রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ঘোষিত কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। ওই ৩টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির আহবায়ক বকুল মিয়া বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসরদের ওইসব ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক করেছেন।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মী মো. আক্তারুজ্জামান শাহীন বলেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের দোসর বজলুর রহমানকে সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের বিরুদ্ধাচরন করেছে। তাদেরকে আজকে দলের সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

একই এলাকার বিএনপি কর্মী মো. ফারুক ও সুমন আকন্দ বলেন, ২ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলামিনকে সাধারন সম্পাদক করা হয়েছে। সে গত বছরের ৪ আগস্ট ছাত্রলীগের পক্ষ হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছিল। এছাড়াও প্রতিটি ওয়ার্ড কমিটিতেই আওয়ামীলীগের দোসরদের বিভিন্ন পদ দেওয়া হয়েছে। আমরা এসব কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুল ইসলাম বকুল বলেন, বিএনপির সিনিয়র সাতজন নেতা দিয়ে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমেই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমার একক কোনো সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়নি। এরপরও যদি কোনো কমিটির বিষয়ে অভিযোগ থাকে সেটিও যাচাই করে দেখা হবে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে কয়েকটি ওয়ার্ড থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দলের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিএনপির কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি :- বিএনপির নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ ওঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. খাইরুল ইসলাম বকুলের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

সদ্য ঘোষিত এ আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ৭জুলাই উপজেলা বিএনপির আহবায়ক এড.মো. জালাল উদ্দীনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ৩টি ওয়ার্ডের পদবঞ্চিত নেতা-কর্মীরা।

অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। একটি ওয়ার্ড কমিটি স্থগিত রয়েছে। এর মধ্যে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ঘোষিত কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। ওই ৩টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির আহবায়ক বকুল মিয়া বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামীলীগের দোসরদের ওইসব ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক করেছেন।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মী মো. আক্তারুজ্জামান শাহীন বলেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের দোসর বজলুর রহমানকে সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়েছে। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের বিরুদ্ধাচরন করেছে। তাদেরকে আজকে দলের সভাপতি ও সাধারন সম্পাদক করা হয়েছে। আমরা এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

একই এলাকার বিএনপি কর্মী মো. ফারুক ও সুমন আকন্দ বলেন, ২ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আলামিনকে সাধারন সম্পাদক করা হয়েছে। সে গত বছরের ৪ আগস্ট ছাত্রলীগের পক্ষ হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছিল। এছাড়াও প্রতিটি ওয়ার্ড কমিটিতেই আওয়ামীলীগের দোসরদের বিভিন্ন পদ দেওয়া হয়েছে। আমরা এসব কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাইরুল ইসলাম বকুল বলেন, বিএনপির সিনিয়র সাতজন নেতা দিয়ে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমেই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমার একক কোনো সিদ্ধান্তে কমিটি গঠন করা হয়নি। এরপরও যদি কোনো কমিটির বিষয়ে অভিযোগ থাকে সেটিও যাচাই করে দেখা হবে।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে কয়েকটি ওয়ার্ড থেকে লিখিত অভিযোগ পেয়েছি। দলের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।