নওফেল বাজিতপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি :- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার জেরে কৃষক দলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হলেন মোঃ হানিফ মিয়া, তিনি বাজিতপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।
হানিফ মিয়া জানান, প্রস্তুতি সভায় বক্তৃতাকালে ভ্রান্তবশত তিনি বলেন, “হুদা গ্রুপের সাথে যারা রাজনীতি করে তাদেরকে ইঙ্গিত করে অপ্রীতিকর বক্তব্য দেয় পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতির নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ভুল স্বীকার করেন।
তবে এর পরদিন, ৩ জুলাই বৃহস্পতিবার রাতে, পিরিজপুর ইউনিয়নের ইসমাইল হোসেনের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন হানিফ মিয়া। হামলাকারীদের মধ্যে মোবারক হোসেন, মোঃ নজরুল ইসলাম, মাসুদ মিয়া ও জামাল মিয়ার নাম উল্লেখ করেন তিনি। হামলার সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানা গেছে, পিরিজপুর ইউনিয়নে বর্তমানে দুটি গ্রুপ সক্রিয়। একটি হচ্ছে “ইকবাল গ্রুপ”, যাদের নেতৃত্বে রয়েছেন শেখ মজিবুর রহমান ইকবাল—তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর-নিকলী (কিশোরগঞ্জ-৫) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে, “হুদা গ্রুপ” এর নেতৃত্বে রয়েছেন ইসমাইল হোসেন। তিনিও একই আসনে এহসানুল হুদার পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী শিবিরের সক্রিয় কর্মী।
পিরিজপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন শেখ মজিবুর রহমান ইকবালকে সমর্থন জানিয়ে তৃণমূলে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, “ভুল বক্তব্যের জন্য হানিফ মিয়া দুঃখ প্রকাশ করেছেন এবং আমি বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেছি।” অন্যদিকে, ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Reporter Name 












