তারেক বিশেষ প্রতিনিধি :- মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৪ কিশোরগঞ্জ। এর আগে গতকাল (৩০ জুন) রাত পৌনে ৮টায় কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার সিটিল্যাব হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, অভিযুক্ত জয়নালের স্ত্রী বিদেশ থাকায় তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। এমতাবস্থায় জয়নাল তার বড় মেয়েকে শারীরিক সম্পর্ক করার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় এবং স্পর্শকাতর অঙ্গে হাত দেয়। গত বছরের ১২ জুন ভুক্তভোগী মেয়েকে নানান ভয়ভীতি জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার ধর্ষণে ভুক্তভোগী মেয়ে গর্ভবতী হয়ে পড়লে তার ফুফু গর্ভপাত করায়। এ ঘটনায় ভুক্তভোগীর দাদি এবছরের ১৮ এপ্রিল কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Reporter Name 









