মনোহরদী, নরসিংদী প্রতিনিধি :- বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ (২৫ জুন) মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সেক্রেটারি মুহা. ইসমাইল হোসেন খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। এ কর্মসূচির মাধ্যমে “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Reporter Name 









