কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব- আব্দুল্লাহপুর গ্রামের এক পরিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাসেরও বেশি সময় ধরে বাড়ি ছাড়া।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০৭ সালে ভুক্তভোগী ছালেহা বেগম মায়ের কাছ থেকে ২৪ শতাংশ একটি জমি যার খতিয়ান নং- ৩৭০, আর এস- ২৩৬৯, সি এস- ১০৮০৯ দলিল প্রাপ্ত হোন। এর পর থেকে জমিতে তারা ভোগ দখল ও বসবাস করে আসছেন।
সম্প্রতি, চলতি বছরের ১৫ মে দুপুরে মৃত খোরশেদ মিয়ার ছেলে ভুক্তভোগীর ভাই আবু বাক্কার (৬৫), তার ছেলে কাশেম মিয়া (৪২) ও জাকির মিয়া (২৫) ছালেহা বেগমের জমিতে ভেকু দিয়ে মাটি কাটতে থাকে। এতে ছালেহা বেগম ও তার ছেলে হাবিব মিয়া (২৫) মাটি কাটায় বাঁধা দিলে বাক বিতন্ডার ঘটনা ঘটে।
এর জেরে সর্বশেষ গত ১৩ জুন শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়। পরে বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলেও জানা যায়।
হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় ১৪ জুন কুলিয়ারচর থানায় হাবির মিয়ার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়।
বর্তমানে হাবিব মিয়া মা ও স্ত্রী নিয়ে শ্বশুর বাড়িতে বাস করছেন। সে সাথে বিচারের আশায় দ্বারে দ্বরে ঘুরছেন ভুক্তভোগী পরিবারটি।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার এস আই মহব্বত বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আবু বাক্কারের ছেলে বুসেন মিয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

Reporter Name 












